এইচ.এস.এম তারিফ: একদল তরুনের পরিচালনায় বার্নিং আর্থ প্রোডাকশন তাদের বিশেষ আয়োজন ঘোস্ট বক্স নামক ৫ পর্বের ভৌতিক নাটক শুরু করতে যাচ্ছে। সম্প্রতি পুরান ঢাকার লালবাগ শহীদ নগর এলাকার একটি স্কুলে ঘোস্ট বক্স এর প্রথম পর্ব উপস্থাপন করে বার্নিং আর্থ প্রোডাকশন। ২০০৬ সালে বার্নিং আর্থ প্রোডাকশন তাদের যাত্রা শুরু করে। একদল তরুনের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এ প্রোডাকশন হাউজ বেশ কিছু সফলতাও অর্জন করেছে। তাদের উল্লেখযোগ্য কয়েকটি মিউজিক ভিডিওর কথা না বললেই নয়, শোভন ডি-কোস্টা’র ‘ভালবাসি যারে’, শাহেদের ‘চলো না দু’জনে’, ইমাম শুভ’র ‘আধো আধো মেঘ’। বার্নিং আর্থ প্রোডাকশন এর আরও একটি আবিস্কার ইমাজিনেটিভ পাওয়ার নামক একটি সুপার পাওয়ার এর গল্প ইউটিউবে প্রকাশিত হয়েছে। বারনিং আর্থ এর পরিচালক তৌকির আহমেদ ঢাকা রিপোর্টকে জানান, তাদের এই মিউজিক ভিডিওগুলো চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে। তবে এবার ভিন্ন মাত্রার এই ঘোস্ট বক্স দর্শকদের আকৃষ্ট করবে বলে তিনি মনে করেন। বার্নিং আর্থ প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইমাম শুভ বলনে, খুব শীঘ্রই শোভন ডি-কোস্টার মিউজিক ভিডিও ‘হৃদ মাঝারে রাখিবো’ এর কাজ শুরু করতে যাচ্ছি।




Discussion about this post