বিডিলনিউজঃ আগামী বছরের প্রথম দিন থেকেই লাগাতার অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজ সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন তার বারিধারার বাসভবনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বিরোধীদল।
আগের দিন কর্মসূচি ঘোষণা করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ গ্রেপ্তার হওয়ার পর এদিন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাহবুব।
Discussion about this post