বিডি ল নিউজঃ অনেক ঢাকঢোল পিটিয়ে বিপিএলের প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি। ওই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হয়েছে ২০১৩ সালের ১৭ জানুয়ারি। দ্বিতীয়বারও চ্যাম্পিয়নের মুকুট গলায় পরেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তবে কিছু কলঙ্কযোগ হয়েছে এই আসরে। স্পট ফিক্সিং কিংবা ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটেছে। শাস্তি পেয়েছেন মোহাম্মদ আশরাফুলসহ বেশকিছু ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক। প্রথম বছর ৬টি দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বার তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দলে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দশম বোর্ড সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ কথা। এই বিষয়ে তিনি বলেছেন, ‘এই বছর বিপিএল অবশ্যই অনুষ্ঠিত হবে। তবে আপাতত আজকের (বৃহস্পতিবার) সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী নভেম্বরে বিপিএলের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে।’
Discussion about this post