বিডি ল নিউজঃ

নরসিংদী সদরের পাঁচদোনা ভাটপাড়ায় এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ডাকাতদের নামপরিচয় জানা যায়নি। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার পাঁচদোনা ভাটপাড়া এলাকায় ১২-১৫ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন বিষয় টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়। এসময় গ্রামবাসী সংগঠিত হয়ে ওই ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় আতঙ্ক তৈরি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতরা।
অন্যরা পালিয়ে গেলেও গণপিটুনিতে ৭জন নিহত হয়। লাশ এখনো ভাটপাড়ার একটি ধানক্ষেতে পড়ে রয়েছে বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ডাকাত কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।




Discussion about this post