নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক আইডি ও ই-মেইল হ্যাকড হয়েছে। শুক্রবার সকালে তার ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপর আইডি উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
শনিবার সকালে গণমাধ্যমকে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন এ তথ্য জানান।
মীর আসলাম উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক হ্যাকড হয়েছে। কোনও স্ট্যাটাস বা তার ই-মেইল থেকে কোনও মেইল পেলে অনুগ্রহ করে খোঁজ বা যাচাই করার অনুরোধ করছি।
তিনি আর জানান, শুক্রবার থেকেই আইডি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখনও মন্ত্রীর আইডি থেকে আগের স্ট্যাটাসগুলো মোডিফায়েড করে পোস্ট করা হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।
Discussion about this post