নিজস্ব প্রতিবেদক
গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মােঃ আনােয়ার হােসেন কোন কর্তৃত্ব বলে পদে আসীন রয়েছে তা জানতে চেয়ে মহামান্য হাইকোর্টের রুল জারী করেছেন।
নাটাের জেলার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মােঃ আনােয়ার হােসেনের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে বিগত ৩০.০৫.২০২১ ইং তারিখে মােঃ রেজাউল করিম দরখাস্তকারী পক্ষে হাইকোটে সংশ্লিষ্ট শাখা একটি রিট দায়ের করেন, যাহা রিট পিটিশন নং-৪৭৭৬/২০২১ রিট! দরখাস্তকারা ধারা ৮(২)(জ) উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ লংঘন করে মােঃ আনােয়ার হােসেন উপজেলা চেয়ারম্যান পদে আসীন অবস্থায় নিজ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান আনােয়ার ট্রেডার্স এর পক্ষে সরকারের সাথে চুক্তিবদ্ধ হন, মর্মে দরখাস্তে উল্লেখ করেন।

অদ্য ০১.০৬.২০১১ ইং তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব এম এনায়েতুর রহিম ও মাননীয় বিচারপতি মোঃ সরদার রাশেদ জাহাঙ্গীর সমন্ধয়ের গঠিত দৈত্য বেষ্টশুনানীন্তে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মােঃ আনােয়ার হােসেন কোন কর্তৃত্ব বলে পদে আসীন রয়েছে জানতে চেয়ে রিটের রেসপন্ডনদের বিরুদ্ধে ৪ (চার) সপ্তাহে জন্য রুল জারী করেন।
রিট দরখাস্তকারী পক্ষে জনাব ব্যারিষ্টার অনিক আর হক, এডভােকেট মােঃ মনজুর নাহিদ এবং এডভােকেট মােঃ আরিফ হােসেন যৌথভাবে শুনানী করেন। রাষ্ট্রপক্ষের শুনানী করেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল মােঃ সারােয়ার বাপ্পি।
Discussion about this post