রাজশাহী প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ নেতা আবু খান (৫৫) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আরিফুল ইসলাম আরিফ (২৪), রবিউল ইসলাম (২৭), সবুজ আহমেদ (২২), আহসান হাবিব (২৩), আলমাস খান (২৮), আইয়ুব আলী (৩২), মকবুল হোসেন (২৮), রুবেল হোসেন (২৬) ও মো. রাব্বানী (২৩)। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, খাস পুকুর নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৪ সালের ২৯ মার্চ সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড়-বালাল গ্রামের মৃত শুকাই খানের ছেলে আবু খানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত আবু খানের ছোট ভাই ওসমান খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সেকেন্দার আলী ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি নাটোরের আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা দেন।
Discussion about this post