নাটোর প্রতিনিধি: ঘুষ না পেয়ে পিকআপ ভ্যানের দড়ি কেটে প্রায় ৩৫ হাজার ডিম নষ্ট করার ঘটনায় নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদারকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার তাকে প্রত্যাহার করে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
একইসাথে নতুন ওসি হিসেবে দেলোয়ার হোসেন নামে এক কর্মকর্তাকে ওই থানায় পদায়ন করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের বগুড়া জোনের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
এর আগে এই ঘটনার জেরে বনপাড়া হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ ছয় পুলিশকে প্রত্যাহার করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দফতরে সংযুক্ত করা হয়।
গত ১৬ মে ভোরে একটি পিকআপ ভ্যানে ৩৫ হাজার একশ’ ডিম নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নাটোর যাওয়ার পথে আগ্রান সূতিরপাড় এলাকায় চাকা ফেটে পিকআপটি পাশের ফিডার রোডে নেমে যায়।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পিকআপ উদ্ধারের জন্য রেকার ভাড়াসহ ২০ হাজার টাকা দাবি করে। কিন্তু চালক এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ পুলিশ সদস্যরা পিকআপে ডিমের খাঁচি বাঁধার দড়ি চাকু দিয়ে কেটে দেয়। এতে ডিমের খাঁচি রাস্তায় পড়ে অধিকাংশই ভেঙে নষ্ট হয়ে যায়।
এই ঘটনার পর ডিমের মালিক বিপ্লব কুমার সাহা জানান, তিনি চালকের মোবাইল দিয়ে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছিলেন এবং দড়ি না কাটার জন্য অনুরোধ করেন।কিন্তু তারা কোনো কথা শুনেনি। এতে তার পৌনে তিন লাখ টাকার ডিম নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।




Discussion about this post