বিডি ল নিউজঃ
আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে দলীয় দুই কর্মী নিহতের প্রতিবাদে নাটোরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মঙ্গলবার ভোর থেকেই হরতালের সমর্থনে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বন্ধ রয়েছে সবধরনেরদোকানপাট।
হরতালের সমর্থনে এ পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তাছাড়া নাশকতা ঘটাতে পারে এই আশঙ্কায় জেলার বিভিন্নস্থান থেকে ৫বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল (সোমবার) শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাকিব ও রায়হান নানে দু’জন মারা যায়। বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাকিব ও রায়হানকে নিজেদের কর্মী বলে দাবি করে।
অপরদিকে, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল রাকিবকে আওয়ামী লীগ কর্মী বলে দাবি করে।
Discussion about this post