নাতনিকে ধর্ষণ করতে এসে বাধা পেয়ে, ৭০ বছর বয়সি বৃদ্ধা ঠাকুমাকে ধর্ষণ করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরকাশীর খাদারা গ্রামে।

ঘটনাটি ঘটে গত ৯ ফেব্রুয়ারি। শৈলেন্দ্র নামের অভিযুক্ত ব্যক্তি খাদারা গ্রামের সেই বাড়িতে ঢোকে, যেখানে চোদ্দ বছরের নাতনি আর ৭০ বছরের ঠাকুমা একসঙ্গে থাকত। প্রথমে অভিযুক্ত, নাতনিকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু সে কোনও রকমে নিজেকে বাঁচিয়ে অন্য ঘরে পালিয়ে গিয়ে, দরজা বন্ধ করে দেয়। তখনই অভিযুক্ত, ৭০ বছরের ঠাকুমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধর্ষণকাণ্ডে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়, এবং আক্রান্তের ডাক্তারি পরীক্ষাও করা হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
শৈলেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের সন্ধানে আপাতত পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post