বিডিলনিউজঃ আজ রোববার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির ঢাকামুখী একটি মিছিলে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে।
এসময় সংর্ঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বেলা সাড়ে ১২টার দিকে পুরিন্দা ও বাগবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে ৫ থেকে ৬ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপ, ভ্যান ও পায়ে হেঁটে আসা লোকজন নরসিংদী সীমানা অতিক্রম করে দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা ও বাগবাড়ি এলাকায় আসলে আগে থেকে মোতায়েন করা পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়।
সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপির অন্তত ১০জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৪ জনকে আটক করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান জানান, বিএনপির নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার সময়ে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।
তিনি আরও জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পুলিশ জেলায় নাশকতার আশঙ্কায় ১৩ জনকে গ্রেফতার করেছে।
ঘটনাস্থল থেকে আড়াইহাজার থানার এসআই তরিকুল ইসলাম জানান, বিএনপির লোকজন বিচ্ছিন্নভাবে আড়াইহাজারের পুরিন্দা এলাকাতে আসলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় ঘটনাস্থল থেকে আলেক মিয়া, সেলিম, মোহাম্মদ আলী ও ফারুক নামের ৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে আড়াইহাজারে অতিরিক্ত পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।
Discussion about this post