বিডি ল নিউজঃ
![]()
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় পতিতা দিয়ে ২ যুবককে ফাঁদে ফেলে ছিনতাইকালে এবং ব্ল্যাকমেইল করে আরো টাকা আদায়ের চেষ্টাকালে কমিউনিটি পুলিশের এক উপদেষ্টাসহ ২ পতিতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। রোববার রাতে উপজেলার চিতাশাল এলাকার লিজা নামে এক পতিতার ঘরে ২ যুবককে ডেকে এনে ফাঁদে ফেলে যুবকদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেয়ার পর তাদেরকে ব্ল্যাকমেইল করে আরো টাকা আদায়ের চেষ্টাকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে যায়।
আটকরা হলো- কমিউনিটি পুলিশের উপদেষ্টা দাবিদার সাইফুল্লাহ মাহমুদ টিটু (৪২), পতিতা লিজা আক্তার (২৬) ও বৃষ্টি আক্তার (৩০)। এ ঘটনায় ব্ল্যাকমেইলের শিকার মামুন বাদী হয়ে সোমবার সকালে বন্দর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, রোববার রাতে বন্দরের চিতাশাল এলাকার মোল্লা বাড়ির আনোয়ার মিয়ার বাড়ির ভাঁড়াটিয়া লিজা ও বৃষ্টির মাধ্যমে বন্দরের বিবিজোড়া এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে মামুন ও একই এলাকার সৈয়দ আহাম্মেদের ছেলে জহিরুল ইসলামকে ডেকে এনে লিজার ঘরে আটক করে। এরপর তাদেরকে পতিতা লিজা ও বৃষ্টির সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করা হয়। ছবি তোলার পর তা ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রচারের ভয় দেখিয়ে যুবকদের সঙ্গে থাকা একটি আইফোন ও নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া আরও ১ লাখ টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা যুবকদেরকে মারধরও শুরু করে।
এসময় এলাকাবাসীরা বিষয়টি টের পেয়ে লিজার বাসায় হামলা করে অবরুদ্ধ যুবকদের উদ্ধার করে এবং কমিউনিটি পুলিশ উপদেষ্টা টিটুসহ লিজা ও বৃষ্টিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।



Discussion about this post