নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।
গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার আষাঢ়িয়ার চরে এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।
নিহত ব্যক্তির নাম মোবারক বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার প্রতাপের চরে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন দাবি করেন, এই ডাকাতরা প্রায়ই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ডাকাতি করে থাকে। গত রাত ২টার দিকে মহাসড়কের আষাঢ়িয়ার চর সেতুসংলগ্ন এলাকায় একদল ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়।
‘প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর মোট সাতজনকে আটক করে পুলিশ। এঁদের মধ্যে মোবারক ও বাবু গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোবারক মারা যান,’ যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
Discussion about this post