<p style="text-align: justify"><a href="https://www.bdlawnews.com/wp-content/uploads/2015/02/আটক-bdlawnews.jpg"><img class=" size-full wp-image-33815 alignleft" src="https://www.bdlawnews.com/wp-content/uploads/2015/02/আটক-bdlawnews.jpg" alt="আটক" width="283" height="178" /></a>বিডি ল নিউজঃ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকা থেকে সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।</p> <p style="text-align: justify">বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম গ্রেফতারের জানান, তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।</p>
Discussion about this post