নিজস্ব প্রতিবেদক: ঐক্যফ্রন্ট নিজেরাই ঐক্যবদ্ধ নয়, বিএনপি দলের মধ্যে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছে, এ জন্যই তাদের দলের অনেক নেতা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ স্মপাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের ইন্টারনাল বিষয়। আমি যতদূর জানি তাদের মধ্যে দু’জন আছে তাদের কাঙ্খিত জায়গায় থেকে মনোনয়ন পায়নি বলে তারা মনোনয়ন জমা দেয় নি। আর মির্জা আব্বাস সময়মত মনোনয়ন জমা দেয় নি। নির্বাচন কমিশন তাই মনোনয়ন জমা নেয় নি। বিএনপি মনগড়া অভিযোগ করলে তো হবে না।’
তিনি বলেন, তাদের ভিতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতারা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের বাইরে। এছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়।




Discussion about this post