বিডি ল নিউজঃ বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরির নিজের আগের রেকর্ড নিজেই ভাঙলেন ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের টার্গেটে খেলতে নেমে এ দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। নিজের পুরোনো সেই রেকর্ড ভাঙতে করেছেন ১৮ বলে ৫০ রান (৭টি চার আর ৪টি ছক্কা)। শেষপর্যন্ত ২৫ বলে ৮টি চার আর ৭টি ছয়ের মারে ৭৭ রান করে ওকসের বলে বোল্ড হয়ে থামেন কিউই দলপতি।
এর আগের রেকর্ডটি ছিল ২০০৭ বিশ্বকাপে কানাডার বিপক্ষে সেন্ট লুসিয়াতে ২০ বলে ৫০ রান। ২০০৭ সালে নেদাল্যান্ডের বিপক্ষে মার্ক বাউচার ২১ বলে করেছিলে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি।
আর বিশ্বকাপ ছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তৃত্বীয় সর্বোচ্চ দ্রুততম হাফ সেঞ্চুরি। এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে এবং সানাৎ জয়সুরিয়া পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন।




Discussion about this post