বিডিলনিউজঃ বহুল আলোচিত, সমালোচিত আসন্ন দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ই জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব-উল আলম হানিফ। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনকে এ চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
হানিফ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকা এমনিতেই সন্ত্রাসীদের আখড়া হিসেবে চিহ্নিত। এ এলাকায় সব সময়ই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠি সক্রিয় থাকে। তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৭ ডিসেম্বরের মধ্যে সব ধরনের বৈধ অস্ত্র কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। কিন্তু এরপরও ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় যাতে কোনো প্রকার বিঘ্ন বা বাধা সৃষ্টি না হয় এবং এ সময় যাতে তারা নিরাপদে থাকতে পারেন সে জন্যই আমি (হানিফ) এ অঞ্চলের সব প্রার্থীদের পক্ষে নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।
Discussion about this post