নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে গুজব ও উসকানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
শুক্রবার রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে ভিডিও তৈরির সরঞ্জামাদি, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, নির্বাচনকে ঘিরে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাদের উপর নজরদারির ভিত্তিতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে মোট ৮ জনকে আটক করা হয়েছে।এ ব্যাপারে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
Discussion about this post