বিডি ল নিউজঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে আজ সর্বশেষ প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চও তৈরি করা হয়েছে। তবে আজ বিকাল পর্যন্ত সমাবেশের অনুমতি নেয়া হয়নি ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে। গত ৫ই জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ৪ঠা জানুয়ারি থেকে ঢাকায় সভা সমাবেশের ওপর অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।
Discussion about this post