রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সাজ্জাদ রউফ অর্কের গ্রামের বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা এলাকায়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পশ্চিম সেওতা এলাকার ওই বাড়িটি মূলত অর্কের বাবা তৌহিদ রউফের দাদার বাড়ি। সেখানে বর্তমানে তৌহিদ রউফের চাচা ডা. আব্দুল কাইয়ুম ও চাচি নাসরিন কাইয়ুম বসবাস করেন। কাইয়ুম ও নাসরিন সম্পর্কে অর্কের চাচাতো দাদা-দাদি।
অর্কের দাদা কাইয়ুম জানান, অর্কের বাবা দীর্ঘদিন ধরে ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অর্ক নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে এমবিএ’র ছাত্র। অর্কের আপন দাদা ব্রিগেডিয়ার রউফ ছিলেন ডিজিএফআইয়ের প্রাক্তন মহাপরিচালক। গত তিন বছর আগে অর্কের মা মারা যায়। অর্কের বড় দুই বোনের মধ্যে এমা আমেরিকা প্রবাসী আর আনুশাহ ঢাকায় বসবাস করেন।
দাদি নাসরিন জানান, অর্ক খুব নম্র-ভদ্র ও নরম স্বভাবের ছেলে ছিল। নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে জানুয়ারি মাসে সে এই বাড়িতে এসেছিল পারিবারিক এক অনুষ্ঠানে। বছরে একবার করে আসত এই বাড়িতে। এতো শান্ত স্বভাবের একটি ছেলে যে কীভাবে এ কাজে জড়িত হলো তা তাদের বোধগম্য নয়।
Discussion about this post