নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়ায় এক দম্পতির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় থাকতেন ও দম্পতি। তাদের গবাদিপশু দেখাশুনার জন্য বাড়িতে একজন কর্মচারী ছিলেন।
শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকেই শুরুতেই স্বামী নজরুল ইসলামকে (৫৫) খুন করেন। পরে স্ত্রী সালমা খাতুনকেও (৪৫) গলাকেটে হত্যা করে। এ সময় কর্মচারী আব্দুর রাজ্জাক বাধা দিতে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পোস্টমোর্টেম রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করার পর নিহতের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ ঘটনায় রবিবার সকালে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Discussion about this post