একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (১৯ এপ্রিল) বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।
এই ছয় আসামি হলেন-নেত্রকোনা জেলার পূর্বধলা থানার শেখ মো. আবদুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আবদুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আবদুর রহমান (৭০), আবদুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)।
২০১৫ সালের ১২ আগস্ট নেত্রকোনা থেকে মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে পরোয়ানাভুক্ত দুই আসামি আবদুর রহমান ও আহমদ আলীকে গ্রেফতার করে পুলিশ। আটক থাকাকালে ২০১৫ সালের ২৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ আলী। তাই তাকে মামলার প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়।
২০১৬ সালের ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মতো ৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।




Discussion about this post