বিডি ল নিউজঃ
নোয়াখালীর সেনবাগের কেশারপাড় দক্ষিণপাড়া ক্লাবঘর নামক স্থানে রোববার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোরশেদ আলম (৩০) বেলাল হোসেন (২৮) রুবেলসহ (২৯) অন্তত পাঁচজনকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে রাত তিনটার দিকে মোরশেদ আলম ও রুবেলের অবস্থার অবনতি হলে তাদের দু’জনকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবঘরের টিভিতে খেলা দেখার সময় ব্রাজিল সমর্থক মোরশেদ ও বেলাল ঘোষণা দেয় ফেভারিট ব্রাজিল দলই আগে গোল দিবে। এমন সময় প্রতিপক্ষ সুইজারল্যান্ড সমর্থক রুবেল ব্রাজিল গোল দিতে পারবে না বলে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। একপর্যায়ে কথা কাটাকাটির পর রুবেল ব্রাজিল সমর্থক মোরশেদ ও বেলাল পিটিয়ে জখম করেন। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার হয় রুবেল।
বর্তমানে ওই পাড়ায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্রঃ আরটিভি অনলাইন
Discussion about this post