নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে হোমিওপ্যাথিক ওষধে ব্যবহৃত রেকটিফাইড স্পিরিট পান করে ৬ জনের মৃত্যুর ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হচ্ছেন রফিক হোমিও হলের মালিক জাহিদ হোসেন ও তার ছেলে প্রিয়ম।
শনিবার রাতে নিহত নুর নবী মানিকের ভাগিনা শাহজাহান সাজু বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এ এজাহার দায়ের করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যুর খবর পায় তারা। পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খোঁজ নিলে এর সত্যতা মিলে। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। অন্যদের তড়িঘড়ি করে স্বজনরা দাফন করে ফেলায় সেগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, রেকটিফাইড স্পিরিট বিক্রির অভিযোগে শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিক্রেতা জাহিদ হোসেন ও তার ছেলে প্রিয়মকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো বিক্রি করার কথা স্বীকার করেন। শনিবার রাতে নিহত নুর নবী মানিকের ভাগিনা বাদী হয়ে আটককৃত জাহিদ ও তার ছেলেকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
Discussion about this post