সিলেট প্রতিনিধি: নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যার কারণে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন বলে জানিয়েছেন সিলেটে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।
আজ সোমবার সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দেয়ার পর সাংবাদিকদের একথা বলেন কামরান।
তিনি বলেন, ‘জনগণ যে রায় দেবে তা মেনে নেব। তবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী’।
উল্লেখ্য, এবারের সিসিক নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীসহ বিভিন্ন পদে ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যার মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Discussion about this post