নড়াইল প্রতিনিধি: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নড়াইল সদর থানা থেকে ১০ জন, লোহাগড়ায় ১২ জন, কালিয়ায় ছয়জন এবং নড়াগাতিতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জসিম উদ্দিন বলেন, মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে লোহাগড়া থানায় চারজন বিএনপি ও একজন জামায়াতের নেতাকর্মী এবং নড়াইল সদর থানায় চারজন বিএনপি নেতাকর্মী রয়েছে।
এছাড়া দুইজন মাদকবিক্রেতা ও তিনজন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।




Discussion about this post