নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্তু জেলার ৪ থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সদর থানা পুলিশ ৪টি ককটেল বোমা উদ্ধার করে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৪ থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ ১ বিএনপি ও জামায়াতের ৩ নেতাকর্মীসহ ৯ জন, লোহাগড়া থানা পুলিশ ১ বিএনপির নেতাসহ ৯ জন, কালিয়া থানা পুলিশ ৬ জন ও নড়াগাতি থানা পুলিশ ৭ জনকে আটক করেছে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ও পরিকল্পনার অভিযোগ রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হবে।




Discussion about this post