বিডি ল নিউজঃ পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পঞ্চগড় থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও বাকিরা পুরুষ বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জবদল থেকে যাত্রী নিয়ে পঞ্চগড়ের দিকে আসছিল অটোরিকশাটি। আর পঞ্চগড় থেকে ট্রাকটি যাচ্ছিল তেঁতুলিয়ার দিকে। “চারমাইল এলাকায় দুই বাহনের সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়”, বলেন ওসি। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।
Discussion about this post