সাইফুল, পটিয়া থেকে: পটিয়ায় ডাকাতি মামলায় ইউপি সদস্য আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রহিম উপজেলার বড়লিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। গত শনিবার দুপুরে পটিয়া থানা পুলিশের একান্ত সহযোগিতায় বড়লিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলায় গতকাল শনিবার দুপুর ১টার সময় পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের সহযোগিতা করেন পটিয়া থানার এসআই মোঃ আলীসহ একদল পুলিশ। পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানায়, আমাদের কাছে ইউপি সদস্য রহিমের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য ছিল না। সিআইডি তাকে গ্রেপ্তার করতে আসলে আমরা তাদের সহযোগিতা করেছি। রহিমের ব্যাপারে পটিয়া থানায় কোন মামলা নেই। সিআইডি’র চট্টগ্রাম জোনের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোঃ মুসলিম জানায়,কোতোয়ালী থানায় দায়ের করা একটি ডাকাতির মামলার আসামি ইউপি সদস্য আবদুর রহিমকে দুপুরে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু জানায়, ‘নগরীর একটি মামলায় আবদুর রহিম মেম্বারকে সিআইডি গ্রেপ্তার করেছে। কিন্তু কি ধরনের মামলা তা সম্পর্কে আমি কিছুই জানিনা’।
Discussion about this post