পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকূল পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ দশমিক ৩০ সেন্টিমিটার অতিক্রম করে বর্তমানে ৬ দশমিক ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধি পেয়ে শনিবার বেলা ১২ পর্যন্ত ৬ দশমিক ৫০ সেন্টিমিটার উচ্চতায় থাকায় বর্তমানে পদ্মার পানি ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মুন্সীগঞ্জের শ্রীনগর, লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো বন্যা কবলিত হয়ে পড়েছে।




Discussion about this post