সকাল ৯ টার দিকে রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ৭ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধ্যার করা হয়েছে।
শিশুর নাম রোজিনা, কামারপাড়া বালুরমাঠ বস্তি এলাকায় পলিথিন মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধ্যার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
তার বাবা কুহিল উদ্দিন, বাড়ি সিরাজগন্জের সলংগা থানায়।
জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে সুমন নামে এক ছেলে রোজিনাকে ডেকে নিয়ে যায়, মঙ্গলবার সকারে পরিত্যক্ত এক বস্তিবাড়ি থেকে লাশটি উদ্ধ্যার করা হয়। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা তা জানা যাবে ময়নাতদন্তের পর।
Discussion about this post