বিডি ল নিউজঃ রাজধানীর ফকিরাপুল মোড় এবং পল্টন থানার সামনে থেকে রোববার দুপুর পর্যন্ত সন্দেহভাজন ১০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
এর মধ্যে ফকিরাপুল থেকে মিজান, রানাসহ ৪ জন এবং পল্টন থানার সামনে থেকে শামসাদ মোনওয়ার ভূইয়া, মামুন, রুবেল, টিটুসহ ৬ জনকে আটক করা হয়েছে।
পল্টন থানার পুলিশ পরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান ফকিরাপুল থেকে আটক ব্যক্তিদের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তাদের আটক করা হয়।এদিকে শামসাদ মানওয়ার ভূইয়া (২৯) নামের এক ব্যক্তিকে আটক করে পল্টন থানা পুলিশ।
আটক মানওয়ার নিজেকে ভাসানীর রাজনীতির সমর্থক বলে দাবি করে বলেছেন, ‘ভাসানী ভবনে বাসায় যাওয়ার পথে পুলিশ আমাকে আটক করেছে।’
পল্টন থানার সামনে আরো ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মামুন, রুবেল ও টিটু। এর মধ্যে মামুন নিজেকে একজন রাজমিস্ত্রী বলে দাবি করেছেন।
Discussion about this post