পাঁচ দিনের এক ব্যক্তিগত সফরে আগামী ১২ জুন লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক সভায় নবনির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সাংবাদিকদের এ কথা জানান। স্থানীয় বাংলাদেশিরা এ সভার আয়োজন করে।
সফরকালীন সময়ে লন্ডনে বসবাসরত বোন শেখ রেহানা পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানোর কথা থাকলেও ১৪ জুন যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি চোখের চিকিৎসাও নেবেন লন্ডনে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালার সঙ্গে দেখা করার অধীর আগ্রহের কথা জানান টিউলিপ।
তিনি বলেন, রাজনীতিতে খালা শেখ হাসিনা অন্যতম প্রেরণা। খালার কাছে অনেক শিখেছি, নানার (বঙ্গবন্ধু) জীবনী পড়েও অনেক জেনেছি, যা রাজনীতিতে আমার কাজে লেগেছে।
এসময় তিনি প্রধানমন্ত্রীর লন্ডন আসার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেন, পারিবারিক সফরে খালা লন্ডন আসছেন, একইসঙ্গে চিকিৎসাও নেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের।
আগামী ১৭ জুন প্রধানমন্ত্রীর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
Discussion about this post