আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের এক পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উদযাপনের একদিন পর এ হামলার ঘটনা ঘটল।
গতকাল সোমবার (২ এপ্রিল) সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে এ হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা আলজাজিরা জানিয়েছে, বন্দুকধারীদের হামলায় খ্রিস্টান ধর্মাবলম্বী ওই পরিবারের চার সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।
খবরে বলা হয়, ইস্টার সানডে উদযাপন করার জন্য ওই পরিবার পাঞ্জাবপ্রদেশ থেকে কোয়েটা শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। রাতের খাবার শেষে তারা যখন বাজারের উদ্দেশে বের হন, তখনই এ হামলার ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে পুলিশ বলছে, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলা ঘটতে পারে।
Discussion about this post