ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের একাদশ জাতীয় নির্বাচন চলাকালে এক ভোট কেন্দ্রে আত্মঘাতী বোমা হামালায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর, বুধবার বেলোচিস্তানের প্রদেশিক রাজধানী কোয়েটার ভোসা মান্দি এলাকায় সড়কে পাশের একটি ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।নিহতদের মধ্যেই দুটি শিশুও রয়েছে।
এদিকে, হামলাটি যে আত্মঘাতী ছিল তা নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনে মুসলিম লীগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ মূলত তিনটি দলের মধ্যে এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বুধবার সকাল ৮টায় নির্বাচন শুরু হলে এই প্রথম কোনো আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।
দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসিরুল মুলক ও পাকিস্তান মুসলিম লীগের প্রধান শাহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।




Discussion about this post