বিডি ল নিউজঃবিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাক শিবিরের গোলমাল চরম আকার ধারণ করেছে । দলের তিন সিনিয়র ক্রিকেটারের দুর্ব্যবহারের অভিযোগে ইস্তফা দিলেন ফিল্ডিং কোচ গ্র্যান্ট লুডেন । পাকিস্তানের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, লুডেন ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবাদপত্রটি জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট দক্ষিণ আফ্রিকান লুডেনকে চরম পদক্ষেপ না নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন । আশ্বাস দেয় যে, তাঁর অভিযোগ সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি । লুডেন ইস্তফা প্রত্যাহার করতে রাজি হননি ।
সংবাদপত্রটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দলের বেশ কয়েকজন ক্রিকেটার লুডেনের কাজে খুশি নন । আর এর ফলেই তাঁকে সরে যেতে হল । ভারতের কাছে ম্যাচ হারের পর দলের অনুশীলন চলাকালে তিন সিনিয়র ক্রিকেটার শাহিদ আফ্রিদি, উমর আকমল এবং আহমেদ শেহজাদ লুডেনের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ । জানা গেছে, লুডেন ওই তিন খেলোয়াড়ের ফিল্ডিং নিয়ে অখুশি ছিলেন । আর তা নিয়েই ঝামেলার সূত্রপাত । লুডেন পাক ক্রিকেট বোর্ডের কাছে ওই তিন ক্রিকেটারের অভব্য আচরণ সম্পর্কে অভিযোগও করেন। পিসিবি বিষয়টির হেস্তনেস্ত না করলে তিনি ইস্তফার হুমকি দেন ।
যদিও পাক দলের মিডিয়া ম্যানেজার খেলোয়াড়দের সঙ্গে কোচের ঝামেলার কথা অস্বীকার করেছে ।
উল্লেখ্য, দলের কোচ ওয়াকার ইউনিস যে ট্রেনিং সিডিউল তৈরি করেছেন তা নিয়েও প্লেয়ারদের অসন্তোষের কথা এর আগেও প্রকাশ্যে এসেছিল । কয়েকজন প্লেয়ারের অভিযোগ, এই কড়া অনুশীলন সূচীর কারণে ম্যাচের আগেই তাঁরা ক্লান্ত হয়ে পড়ছেন ।
ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য চূড়ান্ত দল বাছাই নিয়েও ইতিমধ্যেই তোপের মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট ।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post