কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া শহরউল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোদালিয়া শহরউল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ ও কোদালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় ২ বছর আগে বিদ্যালয়ে ৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও এলাকাবাসী ওই নিয়োগের বিরোধিতা করে আসছিলেন। এ নিয়ে কোদালিয়া ও ঘাগড়া গ্রামের লোকজন নিয়োগের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বিদ্যালয়ে যোগদান করতে পারছিলেন না।
শনিবার সকালে ঘাগড়া গ্রামবাসীর সহযোগিতায় ওই শিক্ষকরা বিদ্যালয়ে গেলে কোদালিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ এসে ৯১ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের রাবার বুলেটে ৬ জন গুলিবিদ্ধ হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




Discussion about this post