জমির উদ্দীন,চবি প্রতিনিধি, বিডি ল নিউজঃ প্রায় তিন বছর যাবৎ পানি নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের উত্তর ব্লগে। ফলে হলের ছাত্রীরা গোসল করা তো দূরের কথা নিয়মিত প্রাকৃতিক কাজ ও করতে অনেকটা হিমশিম খাচ্ছে। তবে বিষয়টি জেনেও না জানার ভান করে বসে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোস্ট সহ অন্যঅন্য দায়িত্বরত ব্যক্তিবর্গ।
এই ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে উত্তর ব্লগের একাধিক ছাত্রী অভিযোগ করে বিডি ল নিউজকে জানান, পানির সমস্যার কারনে অনেক সময় মধ্যে রাতে দক্ষিণ ব্লগে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ শেষ করতে হয়। যার ফলে তাদের পড়ালেখার নিয়মিত বিঘ্ন ঘটছে। হলের দায়িত্বরত প্রভোস্টকে বিষয়টি অনেকবার জানালেও কর্ণপাত না করে বার বার এড়িয়ে যান।
এই ব্যাপারে প্রীতিলতা হলের প্রভোস্ট ড. মাহবুবুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন, উত্তর ব্লগে কিছুটা পানির সম্যাসা ছিল কিন্ত বর্তমানে সম্যাসা নাই বলে বিডি ল নিউজকে জানান।
Discussion about this post