পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরের অস্ত্র ব্যবসায়ী টুটুল হোসেনকে (২৬) রাজশাহীর বাঘা থেকে আটক গ্রেফতার হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার ভোরে উপজেলার জোতনশি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক টুটুল হোসেন পাবনা জেলার সুজানগর উপজেলার ধুলাই গ্রামের সালাম বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে সুজানগর থানায় নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ভোরে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ টুটুলকে গ্রেফতার করা হয়। পুলিশ রেকর্ড অনুযায়ী আটক টুটুল পাবনার সুজানগর এলাকার অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
Discussion about this post