পাবনা জেলা প্রতিনিধি,মোঃ আলী আজম
গতকাল পাবনায় হেনা খাতুন নামের এক বিধবা নারীকে হত্যা মামলায় আসামী রফিকুল ইসলাম রহিমকে (৪০) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। হত্যায় সহযোগিতা করার অভিযোগে নুরুল ইসলাম নামের অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
এই সময় উভয় আসামিকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। গতকাল সোমবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলী দেওয়ান মজনুল হক জানান, ২০১৫ সালের ১৮ আগষ্ট সদর উপজেলার বলরামপুরে পদ্মা নদী থেকে বিধবা নারী হেনা বেগমের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরে হেনা বেগমের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে পুলিশ হত্যাকন্ডে জড়িত রফিকুল ও রহিমকে গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রিকশাচালক রফিকুল, হেনা বেগমের সরলতার সুযোগ নিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।হেনা বেগম বিয়ের জন্য চাপ দিলে রফিকুল বিয়ে করতে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে কৌশলে পদ্না নদীরপাড়ে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে নুরুলের সহযোগিতা হত্যা করে নদীতে ফেলে দেয়। লাশ ফেলে তারা দুজন চলে যান।
Discussion about this post