বিডিলনিউজঃ বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদের সংবাদ সম্মেলনের পর থেকেই বিরোধীদলীয় নেতার গুলশানের বাড়িতে পুলিশ পাহারা আরোও জোরদার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ঘোষণা দেন, “যে কোনো মূল্যে নয়া পল্টনে সমাবেশের ঘোষণা দিয়ে তাতে খালেদা জিয়া উপস্থিত থাকবেন”। এর পরপরই পাহারা আরোও জোরদার করা হয়। খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনের সড়কে দুই পাশেই ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। ফটকের সামনে মহিলা পুলিশও অবস্থান নিয়েছে।
রাত ৮টার দিকে খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৮টা পর্যন্ত তিনি বের হননি। খালেদা জিয়ার ব্যাক্তিগত প্রটোকলের গাড়িটিও সরিয়ে দেয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন।
তবে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বিএনপি নেতাদের এ দাবি অস্বীকার করে বলেন,
তার নিরাপত্তার স্বার্থেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদার যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করা হচ্ছে না বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
Discussion about this post