বিডি ল নিউজঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ও টাকার অংকে লেনদেন বেড়েছে।
দিনশেষে ডিএসইর মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫৬ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৪৮টির, বেড়েছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪১৭ কোটি ১ লাখ ৯৩ হাজার টাকা। রবিবার লেনদেন হয়েছিল মোট ৩০৮ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার টাকা, সে হিসেবে সোমবার লেনদেন বেড়েছে ১০৮ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার টাকা।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৯৮টির, বেড়েছে ১০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩০ কোটি ৯২ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৯৭ লাখ টাকা, সে হিসেবে সোমবার লেনদেন বেড়েছে ৩ কোটি ৯৫ লাখ টাকা।
Discussion about this post