বিডি ল নিউজঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
এদিন ডিএসইর সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা, সে হিসেবে লেনদেন লেনদেন বেড়েছে ৫ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকা।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৭২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির। লেনদেন হয়েছে ২৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন (রবিবার) সিএসইতে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন কমেছে ২ লাখ টাকা।
Discussion about this post