বিডি ল নিউজঃ দেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে রবিবার উভয় পুঁজিবাজারে সর্বোচ্চ দর পতন হয়েছে। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
রবিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৫২টির, বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২২৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৯৭ পয়েন্টে। ওই দিন লেনদেন হয়েছিল ২২৩ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭ লাখ ৬৯ হাজার টাকা।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৮৫টির, বেড়েছে ৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির। লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
Discussion about this post