খবর ছিল বেশ কিছুদিন ধরেই। তবে কোনও ভাবেই বাগে আনা যাচ্ছিল না। অবশেষে সাজানো হয় গল্পের সেই প্লট। আর তাতেই বাজিমাত। সরাসরি পুলিশের জালে দুই অভিনেত্রী সহ ৪ জন। তাদের বিরুদ্ধে একটি সেক্স র্যাকেট চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই অঙ্গরাজ্যের গোরেগাঁও এলাকার।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এক প্রতিবেদনে বলছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় এই চক্রটি কাজ করছিল। পুলিশ তাদের নাগাল পেলেও কোনও ভাবেই ধরা যাচ্ছিল তাদের।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পেছনে একটি বড় চক্র কাজ করছে। রয়েছে একটি জনপ্রিয় টিভি শো `সাবধান ইন্ডিয়া`-র অভিনেত্রীও।
অবশেষে, পুলিশ গোটা ঘটনার হদিশ পেতে সাজায় গল্প। মহারাষ্ট্র পুলিশের একটি দল ওই এলাকায় যায় কাস্টমার সেঁজে। যোগাযোগ করে ওই দুই মডেল ও ধৃত আরও দু`জনের সঙ্গে। আর তারপরই উঠে আসে সব সত্যি। কার্যত অর্ধনগ্ন অবস্থায় গ্রেফতার করা হয় দুই মডেল অভিনেত্রীকে। তবে, এই ঘটনার পিছনে থাকা মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি।
মুম্বাই পুলিশ জানিয়েছে, এই ধরনের সেক্স র্যাকেট আরও রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।




Discussion about this post