বিডি ল নিউজঃ
নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ হত্যাসহ পুলিশী নৃশংসতার ঘটনাগুলোর পূর্ণ তদন্ত এবং বিচারের পাশাপাশি কেবলমাত্র জীবনের প্রতি হুমকির ক্ষেত্রেই যাতে অস্ত্রের ব্যবহার হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ কমিটি।
যুক্তরাষ্ট্রের পুলিশ নির্বিচারে আফ্রিকান-আমেরিকান নাগরিকদের হত্যা করছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অভিযোগের পর জাতিসংঘ কমিটি এ আহ্বান জানাল।
মিজৌরির এক গ্রান্ড জুরি যুক্তরাষ্ট্রের ফারগুসন শহরে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দায়মুক্তি দেয়ার পর এ সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
এরই প্রেক্ষাপটে ২০০৬ সালের পর এবার প্রথম যুক্তরাষ্ট্রের নির্যাতন রোধের রেকর্ড পর্যলোচনা করল জাতিসংঘ প্যানেল।
হেলাফেলা করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে বন্দিদের অসহনীয় যন্ত্রণা, বন্দিদের ধর্ষণের শিকার হওয়া, কিছু কিছু বন্দিশালায় গর্ভবতী নারীদেরকে শিকল পরিয়ে রাখার মত নির্যাতনগুলোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ কমিটি।
এছাড়া, পুলিশের আরো অসংখ্য বর্বর কর্মকান্ড এবং সংখ্যালঘু গোষ্ঠীর মানুষদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্তি শক্তি প্রয়োগ নিয়েও কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পুলিশের বারবার নিরস্ত্র কৃষ্ণাঙ্গদেরকে হত্যার ঘটনাও উল্লেখ করেছে কমিটি।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ১০ নিরপেক্ষ বিশেষজ্ঞের জাতিসংঘ প্যানেলকে জানিয়েছেন, ২০০৯ সাল থেকে পুলিশী নির্যাতনের ২০ টি ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বর্বর কর্মকাণ্ডের জন্য ৩৩০ জন পুলিশ কর্মকর্তার বিচারও হয়েছে।
তবে ওই সমস্ত তদন্তের ফলাফল সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে জাতিসংঘ প্যানেল।
Discussion about this post