নিজস্ব প্রতিবেদক: পুলিশের গাড়িগুলোয় লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া।
আজ বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দিয়েছেন বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
রাজধানীর বিমানবন্দর সড়কে গত রোববার (২৯ জুলাই) বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের পর থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঘটনার পঞ্চম দিনে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। বিভিন্ন সড়কের গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করে দেখছে। লাইসেন্সবিহীন চালকের গাড়ি আটকে দিচ্ছে। এমন পরিস্থিতির শিকার হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। এই পরিস্থিতিতে ডিএমপি পুলিশ কমিশনারের কার্যালয় থেকে এমন নির্দেশ দেয়া হলো।
গত রবিবার ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে চার দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
Discussion about this post