
বিডি ল নিউজঃ রোববার রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর ছনটেক বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সেন্টু দাস জানান, রাতে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।“এদের মধ্যে সোহেল (২৮) নামের এক যুবক অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। আর সজীব নামে পায়ে গুলিবিদ্ধ আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
দুজনের বিরুদ্ধেই যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে বলে সেন্টু দাস জানান।
তিনি বলেন, “রাতে ওই এলাকায় পুলিশের টহল গাড়িতে হাতবোমা ছুড়ে পালানো চেষ্টা করে তারা। পুলিশ পাল্টা গুলি চালালে দুজনই গুলিবিদ্ধ হয়।”
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।
Discussion about this post