কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি ও ডাকাত নিহত হয়েছেন। নিহত মুহাম্মদ হোসেন (২৮) টেকনাফ উপজেলার হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ৪টি মামলা রয়েছে।
শনিবার ভোরে উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। এ বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ সদস্য এএসআই ফরহাদ, কনস্টেবল ফাহিম ও মাসুদ আহত হয়েছেন।
এ সময় পুলিশের ৩ সদস্য আহত হন বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ। ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক, ২ হাজার পিস ইয়াবা ও ১২টি তাজা কার্তুজ উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি।
ওসি জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় গেলে ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও প্রায় ৪০ রাউন্ড গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ যুবককে পাওয়া যায়। উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।




Discussion about this post