নগরীর চকবাজার থানার জিইসি মোড় এলাকায় ডা.সানাই প্রু ত্রিপুরা (৪৮) নামে এক চিকিৎসককে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সানাই প্রু ত্রিপুরা দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক এবং খ্যাতিমান চর্মরোগ বিশেষজ্ঞ।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাবার সময় একটি গোয়েন্দা সংস্থার লোকজন রাস্তার পূর্ব পাশ থেকে সব লোকজন সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এসময় পুলিশ দ্রুত লোকজন সরাতে গিয়ে হুলস্থূল বেঁধে যায়। এর মধ্যে কেউ তার বুকে এবং শরীরের বিভিন্ন স্থানে লাথি মেরেছে বলে তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা তাকে গিয়ে দেখে এসেছি। তিনি বর্তমানে সুস্থ আছেন।
‘নিরাপত্তার জন্য প্রায় এক হাজার দু’শ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কোন পুলিশ মেরেছে সেটা আমরা বের করার চেষ্টা করছি। আমরা অবশ্যই অভিযুক্ত পুলিশকে শনাক্ত করতে পারলে শাস্তিমূলক ব্যবস্থা নেব। ’ বলেন ওসি।




Discussion about this post